Site icon Jamuna Television

ট্রাক্টর চালিয়ে সংসদে ভারতীয় এমপি

ভারতীয় সংসদের ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লোকসভার সর্বকনিষ্ঠ এমপি দুশান্ত চাতালাকে হঠাৎ করেই আজ শীতকালীন অধিবেশনে লোকসভায়  ট্রাক্টর নিয়ে প্রবেশ করেছেন। এ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। তিনি ইণ্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) সদস্য হিসেবে শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ অধিবেশনে ট্রাক্টর নিয়ে প্রবেশের কোন অনুমতি না থাকায়, তাকে আগে থেকেই দুই দিনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে রাস্তার অনুমোদন নিতে হয়। তার এই ঘটনা সবার দৃষ্টিকে নাড়া দিয়ে গেছে  এবং অস্বাভাবিক বলেও অনেকে মন্তব্য করেছেন।

 

Exit mobile version