Site icon Jamuna Television

জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি নাগরিকসহ ৩৫০ বন্দীকে মুক্তি দেবে হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তাদের হাতে আটক ৩ সৌদি নাগরিকসহ ৩৫০ জন সৌদি পন্থী মিলিশিয়াকে জাতিসংঘের মধ্যস্থতায় মুক্ত করে দেবে।

আজ সোমবার এই হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি।

আল জাজিরা ও রয়টার্স আল মাসিরাহের বরাতে এ খবর দিয়েছে। হুতিদের বন্দী বিষয়ক কমিটির প্রধানের বরাতে জারি করা এক বিবৃবিতে এ কথা জানানো হয়।

আল মাসিরাহ টিভি বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ডিসম্বরে স্টকহোমে স্বাক্ষরিত বন্দী বিনিময় চুক্তির আলোকে তারা ৩৫০ জনের নাম মুক্ত করে দেয়ার তালিকায় রেখেছে।

প্রসঙ্গত, গত দুই দিন ধরে হুতিদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তারা দক্ষিণ সৌদি আরবে হামলা চালিয়ে অন্তত ৫০০ সৌদি যোদ্ধাকে হত্যা এবং কয়েকশ জনকে আটক করেছে। আটকদের মধ্যে কয়েকজনের গায়ে সৌদি সেনাবাহিনীর পোশাক ছিল বলে গতকাল হুতিদের প্রকাশিত একাধিক ভিডিও ও ছবিতে দেখা গেছে। তবে তারা জানিয়েছে, বেশিরভাগই ইয়েমেনি যুবক, যাদেরকে সৌদি আরব ব্রেইনওয়াশ করে হুতিদের বিরুদ্ধে নামিয়েছে।

যদিও এসব দাবির বিষয়ে সৌদি আরব এখনও মুখ খুলেনি।

Exit mobile version