Site icon Jamuna Television

বোমা ও গুলিসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিপুল পরিমান বোমা ও গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০টি হাত বোমা ও সর্টগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটককৃত বুলেট ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ মাহফুজুর রহমান লিটন তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে তাকে হাত বোমা ও গুলিসহ আটক করে।

সদর থানার এস আই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version