Site icon Jamuna Television

শিশু বিক্রি করে অপহরণ নাটক! মা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

১১ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগে শিশুর মাসহ তিন নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খামার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশুর মা রেহানা আক্তার, পারভীন আক্তার ও তার বোন মাফিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলার লাঙ্গলকোটের আলাউদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার তার ছোট ছেলে অপহরণ হয়েছে মর্মে গত ২০ সেপ্টেম্বর বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। ওই দিন রেহেনা তার স্বামীর বাড়ি লাঙ্গলকোট থেকে ফেনীর বাবার বাড়ি যাওয়ার পথে মহিপাল এলাকায় থেকে অপহরণ হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এক পর্যায়ে বাদি শিশুর মা স্বীকার করে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

Exit mobile version