Site icon Jamuna Television

সোমালিয়ায় একসাথে মার্কিন ড্রোন ঘাঁটি ও ইইউ’র বহরে শাবাব’র হামলা

সোমালিয়ার আল শাবাব জঙ্গি গোষ্ঠি দেশটিতে থাকা মার্কিন ড্রোন ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। দেশটির লোয়ার শাবেল এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

একই সময়ে ভিন্ন আরেকটি স্থানে ইউরোপিয়ান ইউনিয়নের সেনাদের ওপর হামলা চালানো হয়েছে।

আজ সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় ড্রোন ঘাঁটির গেইট দিয়ে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে, এবং বিস্ফোরিত হয়।

গাড়ি বিস্ফোরণ স্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে দাঁড়ানো এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুটি ট্রাক-বোমা বিস্ফোরণের পর গুলির ঘটনাও ঘটেছে।

সোমালি ন্যাশনাল রেডিও জানিয়েছে, ঘাঁটিতে থাকা সেনারা হামলা প্রতিরোধ করেছেন। ঘটনার সাথে সাথেই আল শাবার দায় স্বীকার করেছে। ওই ঘাঁটি থেকে ড্রোন দিয়ে জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়ে থাকেন মার্কিন সেনারা।

ভিন্ন আরেক ঘটনায় মোগাদিসুর কাছাকাছি একটি এলাকায় ইইউ’র একটি প্রশিক্ষণ বহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: এবিসি, আল জাজিরা।

Exit mobile version