Site icon Jamuna Television

এবার উদিত নারায়ণের সঙ্গে ডুয়েট গাইলেন রানু

মনে আছে সেই রেল স্টেশনের এলেমেলো চুলের গায়িকা রানু মন্ডলকে। কিছুদিন হলো তার জীবন পাল্টে গেছে। এবার মেন্টর হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে উদিত নারায়ণের সাথে গান গাইলেন রানু।

গত ২৮ সেপ্টেম্বর সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন ছিল। আর সেই দিনটিকে উপলক্ষ্য করেই হিমেশ তাঁর নতুন গানটি উৎসর্গ করলেন সুরসম্রাজ্ঞীকে। লতা মঙ্গেশকরের জন্মদিনেই হিমেশের স্টুডিওতে ‘ক্যাহে রহি হ্যায় নজদিকিয়াঁ’ গানটি রেকর্ড করলেন উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, রানু মণ্ডল এবং পায়েল দেব। আর হিমেশের পোস্টের ঘণ্টা খানেকের মধ্যেই যাথারীতি ভাইরাল হয়ে যায় সেই গান।

Exit mobile version