Site icon Jamuna Television

পদত্যাগপত্র পেয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সোমবার সন্ধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, পদত্যাগপত্র পেয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে সাদা কাগজে লিখিত পদত্যাগপত্রটি জমা দেন (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন। পরে সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে পদত্যাগের ব্যাপারে মন্ত্রী, উপমন্ত্রী ও সিনিয়র সচিবের সঙ্গে ভিসি নাসিরউদ্দিন মৌখিকভাবে আলোচনা করেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের যে মিটিং সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন।

Exit mobile version