Site icon Jamuna Television

মিয়ানমার থেকে ৬৫০ টন পেঁয়াজ পৌঁছেছে, কাল আসবে ২ হাজার টন

মিয়ানমার থেকে আটটি ট্রলারে ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে। দেশটি থেকে আগামীকাল আরও ২ হাজার মেট্রিকটন পেয়াজ এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

সোমবার রাতে টেকনাফে পেঁয়াজের এ চালান আসে। এর আগে রোববার দুটি জাহাজ ভর্তি পেঁয়াজ বাংলাদেশে আসে।

বাণিজ্য সচিব জানান, অগ্রাধিকার ভিত্তিতে একটি জাহাজের পেঁয়াজ রোববার খালাস হয়েছে। আর একটি জাহাজ আজ (সোমবার) খালাস হবে।

বাণিজ্য সচিব মো. মো. জাফর উদ্দীন বলেন, তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আসতে যতটা সময় লাগে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা জানান।

মিয়ানমার থেকে দুটি চ্যানেলে পেঁয়াজ আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, একটা বর্ডার ট্রেড হিসেবে আসে টেকনাফ দিয়ে। এটা চলমান। একটা হলো ফরমাল চ্যানেলের মাধ্যমে নৌবন্দর দিয়ে।

এ সময় দেশি পেঁয়াজের মজুত যথেষ্ট রয়েছে বলেও বাণিজ্য সচিব জানান। তিনি বলেন, যদি কেউ মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version