Site icon Jamuna Television

দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন অপু

কিছুদিন ধরেই গুঞ্জন, জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। এসব খবরে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে ভক্তদের মনে কৌতুহল জাগে। অনেকে ধরে নেন যে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা ভুলে অপু নতুন সংসার গড়তে যাচ্ছেন। অনেকে এক ধাপ এগিয়ে বলছেন, নায়ক বাপ্পীর সাথেই অপু গাঁটছড়া বাঁধছেন।

এর আগেও নায়ক বাপ্পীর সাথে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন উঠেছিল। গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন দুই তারকাই। তাহলে কি সেই গুজব সত্যি হতে চলেছে? গুঞ্জনের উত্তর দিলেন অপু বিশ্বাস। টেলিফোনে জানালেন, এসবই কিছু মানুষের কল্পনাপ্রসূত। তার দ্বিতীয় বিয়ে নিয়ে যেসব খবর প্রচার হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন। তিনি বিয়ের বিষয়ে কিছু ভাবছেন না। আর যদি এমন কিছু হয় তবে তা সবাই দেখতে পাবে। আমি এখন ছেলে আব্রাম খান জয় ও ক্যারিয়ার নিয়ে মনযোগী।

সামনে অপু বিশ্বাসের ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সেটি নিয়ে ভক্তদের মাঝে আলোড়ন আছে। ফেসবুক থেকেই বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে বাপ্পীর সঙ্গে বিয়ের খবর রটিয়েছে কিছু অখ্যাত গণমাধ্যম এমনটাই ধারণা অপুর।

Exit mobile version