Site icon Jamuna Television

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভারতের গুজরাটে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। সোমবারের এ ঘটনায় আরও ৫০ জন গুরুতর আহত।

স্থানীয় পুলিশ জানায়, আম্বাজী মন্দির দর্শন শেষে বাড়ির দিকে যাচ্ছিলো ৭০ জন আরোহীকে বহনকারী বিলাসবহুল ব্যক্তিগত বাসটি। ত্রিশুলা ঘাটের কাছে, বৃষ্টিতে পিচ্ছিল পাবর্ত্য রাস্তায় নিয়ন্ত্রণ সামলাতে পারেননি চালক। উল্টে পড়ে সড়কের বিপরীত দিকে। দুটো বুলডোজার, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয় হতাহতদের। হাসপাতালে চিকিৎসা চললেও, ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসকদের ধারণা, বাড়তে পারে মৃতের সংখ্যা। মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Exit mobile version