Site icon Jamuna Television

ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়া নিয়মিত ব্যবস্থাপনার অংশ: পানি উন্নয়ন বোর্ড

প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেয়া নিয়মিত ব্যবস্থাপনার অংশ বলে মন্তব্য করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক মুন্সী এনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে গত কয়েকদিন ধরে গঙ্গা/পদ্মা অববাহিকার উভয়াংশে সৃষ্ট নিম্নচাপজনিত অতিবৃষ্টির ফলে নতুন করে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং উজানে ভারতের বিভিন্ন জেলায় ও ভাটিতে বাংলাদেশের বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং জেলা, উপজেলার সকল পর্যায়ের স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী এবং জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সকলকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। পদ্মা অববাহিকার জেলাগুলোসহ দেশের সকল জেলায় বন্যা বা ভাঙন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Exit mobile version