Site icon Jamuna Television

ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ডোবা থেকে আপন দুই চাচাত বোনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব উচনা গ্রামে।

নিহতরা হল মোখলেছার রহমানের মেয়ে মুনিরা (৬) এবং তার চাচাত বোন রুবেল হোসেনের মেয়ে মরিয়ম (৬)। তারা দুজনেই এনজিও পরিচালিত আশ্রয় স্কুলের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বৈকালে ঝিরি ঝিরি বৃষ্টির সময় দুই বোন খেলাধুলা করছিল। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মসজিদের মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে পথচারীরা পূর্ব উচনা গ্রামের ফিরোজ হোসেনের বাড়ির পার্শ্বে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version