Site icon Jamuna Television

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে: কাদের

অজুহাত পেলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের সুযোগ নিচ্ছেন। চলমান দুর্নীতি বিরোধী অভিযান আরও জোরদার হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কাদের আরো বলেন, এটি লোক দেখানো অভিযান নয়; কাউকেই ছাড় দেয়া হবে না। অনেকেই নজরদারিতে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অভিযান কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়।

Exit mobile version