Site icon Jamuna Television

জাবিতে দুইদিনের ধর্মঘট, ভিসিকে লাল কার্ড

ভিসির পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। আজকের মধ্যে ভিসিকে পদত্যাগের সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু তিনি পদত্যাগ করেন নি। ফলে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে লাল কার্ডও প্রদর্শন করেন।

ক্যাম্পাসে শহীদ মিনার চত্বর থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনকারীরা বলেন, এর আগেও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ থাকলেও কোন ব্যবস্থাই নেননি ভিসি। সাথে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তো আছেই। আজকের মধ্যে ভিসি পদত্যাগ করেননি। তাই কাল ও পরশু সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে। ঘেরাও থাকবে প্রশাসনিক ভবন। চলতে দেয়া হবে না বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি।

Exit mobile version