Site icon Jamuna Television

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ১৩ ডিসেম্বর থেকেই বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন মন্ত্রী। সেখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যানার্জির তত্বাবধানে চিকিৎসা চলছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

Exit mobile version