Site icon Jamuna Television

শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, সারা দেশেই চলবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। তিনি দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউই পার পাবে না। কোন দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন দলের তা শেখ হাসিনা দেখে না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে। পরে তিনি বিভিন্ন সংগঠনের আয়োজেন নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Exit mobile version