Site icon Jamuna Television

শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিনের বিরতির পর শীতলক্ষ্যা নদীতে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রূপগঞ্জ উপজেলায় কাঞ্চণ সেতুর পূর্বপাড়ে লক্ষ্যা শিমুলিয়া এলাকায় অভিযান শুরু করা হয়।

শুরুতে নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মুরগীর খামারের সামনের অংশ ভেঙ্গে দেয়া হয় এবং নদী ভরাটের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার পাইপ লাইন গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত তিনটি ড্রেজার পাইপ, মুরগির খামারের দেয়াল সহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে নদীর পাড় দখল করে রাখা বালু, কয়লা ২ লক্ষ ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

এর আগে গত কয়েক সপ্তাহ ধরেই রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে নদীবন্দর কতৃপক্ষ।

Exit mobile version