Site icon Jamuna Television

বাবা মেয়ের ওপর বজ্রপাত, গুরুতর আহত

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে বাবা মেয়ে গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ফা‌সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দেলোয়ার হোসেন (৩০) ও তার মেয়ে মিম আক্তার (৬)।

স্থানীয় বাসিন্দা রফিক জানান, সকাল ৭ টায় কুয়াকাটার মেলাপাড়া গ্রামের মৃত সেকান্দার খানের ছেলে দেলোয়ার তার মেয়েকে নিয়ে বাড়ির পাশ্ববর্তী এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। পথে বজ্রপাতের আঘাতে উভয়ই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক জানান, স্থানীয়রা তাদের এখানে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Exit mobile version