Site icon Jamuna Television

“চীনকে ভালোবাসি’- এ কথাটা আর বলতে পারবো না”

“অতীতে আমি বলতাম, ‘আমি চীনকে ভালোবাসি। কিন্তু এই কথাটা আর বলতে পারবো না।” এই কথাগুলো হংকংয়ের নাগরিক এক যুবকের।

চীনের অংশ এই স্বায়স্তশাসিত অঞ্চলটিতে গত কয়েক মাস ধরে চলছে বেইজিং বিরোধী বিক্ষোভ। হংকংয়ে কোনো সন্দেহভাজন অপরাধীকে মূল ভূখণ্ডের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা যাবে- এমন বিধান রেখে প্রস্তাবিত একটি আইনের বিরোধিতা করছেন হংকংবাসী।

কয়েক মাসের সহিংস বিক্ষোভ-প্রতিবাদের পর চলতি মাসের মাঝামাঝি হংকংয়ের নেতা ঘোষণা করেন ওই বিধানটি বাতিল করা হবে।

কিন্তু চীনা কর্তৃপক্ষ মোটেও সন্তুষ্ট নয় এতে। বিক্ষোভকারীদের ওপর নিপীড়নের শঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে চীনা কমিউনিস্ট পার্টির ক্যাডাররা বিক্ষোভকারীদের ওপর একাধিক স্থানে চড়াও হয়েছে। অনেকেই আহত হয়েছেন। এতে হংকংয়ে মূল ভূখণ্ডের প্রতি মানুষের সন্দেহ বাড়ছে। ক্ষুব্ধও হচ্ছেন অনেকে।

বিবিসি এমন এক ক্ষুব্ধ যুবকের সাথে কথা বলেছে। তিনি নিজের কষ্ট না লুকিয়ে রেখে বলেন, ‘আমি চীনকে ভালোবাসি। কিন্তু এই কথাটা আর বলতে পারবো না।”

Exit mobile version