Site icon Jamuna Television

মারা গেছেন হিজাবের পক্ষ নিয়ে আলোচিত ব্রিটিশ সাংবাদিক হান্না

মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন আলোচিত তরুণ সাংবাদিক হান্না ইউসুফ। বিবিসির এই সাংবাদিক সোমালি বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিক। মুসলিম নারীদের হিজাব ব্যবহারের পক্ষে ২০১৭ সালে অবস্থান নিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি।

গত সপ্তাহে ব্রিটিনে নিজের বাসায় তার স্বাভাবিক মৃত্যু হয়। বিবিসির আগে হান্না দ্য গার্ডিয়ান, টাইম ইত্যাদি সংবাদমাধ্যমেও কাজ করেছেন।

সিটি ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর বিবিসিতে যুক্ত হন। সেখানে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করে আলোচনায় আসেন।

তার মৃত্যুতে বিবিসির সংবাদ বিভাগের পরিচালক ফ্রান আনসওয়র্থ বলেছেন, তার মতো একজন মেধাবী তরুণ সাংবাদিকের মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত।

ইংল্যান্ডে আসার আগে তিনি নেদারল্যান্ডে বসবাস করতেন। সোমালিয়া জন্ম নেয়া এই তরুণী ৬টি ভাষায় কথা বলতে পারতেন।

Exit mobile version