Site icon Jamuna Television

‘রংপুর সিটিতে বিএনপির প্রার্থীকে সরানোর পাঁয়তারা চলছে’

রংপুর সিটি নির্বাচন থেকে বিএনপির প্রার্থীকে সরানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের নজর নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার সকালে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে রাজধানীর এলিফ্যান্ট রোডে তাঁর বাসায় রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন করলেও সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে ১৮ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান রিজভী আহমেদ।

Exit mobile version