Site icon Jamuna Television

ক্যাসিনো কাণ্ডে ক্রীড়াঙ্গনের সুনাম নষ্ট হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্যাসিনো কান্ডে ক্রীড়াঙ্গনের সুনাম নষ্ট হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, রাজধানীর ক্লাব গুলো লিমিটেড কোম্পানি তাই তাদের উপর নজর দারি বা তাদের কর্মসূচি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তাদের জবাবদিহিতা নেই। এসময় আগামীতে যেন ক্লাবগুলোর সার্বিক বিষয়ে নজরদারি যুব ক্রীড়া মন্ত্রলায়কে দেয়া হয়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এসময় তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষ্যে ৮৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৩৯টি আন্তর্জাতিক, বাকিগুলো জাতীয়। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ৩০৬ কোটি টাকা।

Exit mobile version