Site icon Jamuna Television

অনলাইন ক্যাসিনোর অন্যতম হোতা সেলিম প্রধানের ৬ মাসের কারাদণ্ড

এবার ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার দায়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা সেলিম প্রধানের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অনলাইন ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা সেলিম প্রধানের গুলশান ও বনানীর বাসায় অভিযান চালিয়ে নগদ ২৮ লাখ টাকা, ৮ কোটি টাকার চেকসহ বিপুল পরিমাণ বিদেশি অর্থ ও অনলাইন ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

থাই এয়ারলাইন্স থেকে অনলাইনে ক্যাসিনো ব্যবসার অভিযোগে আটক সেলিমের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতভর গুলশান-২ এর ৯৯ নম্বর রোডের ১১/এ বাসায় অভিযান চলে। উদ্ধার হয় ৭ লাখ টাকা। পরে সেখান থেকে বনানীর আরেকটি বাসায় অভিযান চালায় র‍্যাব।

সোমবার দুপুরে ব্যাংকক পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে থাই এয়ারলাইন্সের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। আটক সেলিম প্রধান বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার সহযোগী বলে জানা গেছে।

Exit mobile version