Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা।

ভোর রাতে উপজেলার রসুলপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়।

আটকরা হলেন স্থানীয় জামাল হোসেন ও তার সহযোগী মোস্তফা ও মানিক।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তৃতীয় তলার দুটি আসবাব থেকে এক কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এছাড়া নিচ তলার কথিত অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা।

পুলিশ সুপার জানান, জব্দ টাকার বৈধ কোন উৎস দেখাতে পারেননি আটক জামাল। ধারণা করা হচ্ছে, বিদেশে পাচারের জন্য ওই টাকা জড়ো করা হয়েছিল।

Exit mobile version