Site icon Jamuna Television

টটেনহ্যামকে নিয়ে গোল উৎসবে বায়ার্ন

দিনের হাই-ভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকে নিয়ে গোল উৎসবে মেতেছিলো বায়ার্ন মিউনিখ। গেলোবারের রানার্স আপ দলটিকে তাদের মাঠেই ৭-২ গোলের বড় ব্যবধানে হারায় বাভারিয়ানরা। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন সার্জেই গেনাব্রি। তবে ক্লাব ব্রুগের সাথে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, য়্যুভেন্টাস, পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ আর শাখতার দোনেস্ক।

লন্ডনে দিনের সবচেয়ে বড় ম্যাচে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলো টটেনহ্যাম। ম্যাচের ১২ মিনিটে কোরিয়ান ফরোয়ার্ড সন মিনের গোলে লিডও নেয় তারা। অবশ্য ম্যাচের ১৫ মিনিটে কিমমিচের গোলে ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন মিউনিখ। আর প্রথমার্ধের শেষ মিনিটে লেভানডভস্কির গোলে ২-১ র লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। প্রথমার্ধে ম্যাচে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায় নি টটেনহ্যামকে। ৫৩ আর ৫৫ মিনিটে সার্জেই গেনাব্রি’র জোড়া গোলের পর ৬১ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে এক গোল শোধ করলে স্কোর লাইন দাঁড়ায় ৪-২। এরপর ৮৩ মিনিটে গেনাব্রি নিজের হ্যাটট্রিক পূরণের পর ৮৭ মিনিটে লেভানডভস্কির ২য় গোল আর ৮৮ মিনিটে গেনাব্রি’র ৪র্থ গোলে ৭-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

Exit mobile version