Site icon Jamuna Television

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৬

ময়মনসিংহের শেরপুর সড়কের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন।

পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে এই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি পার্শ্ববর্তী খাদে পরে যায়। পরে ফায়ারসার্ভিস ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version