Site icon Jamuna Television

টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন দিয়েছে স্বামী

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুরটারি গ্রামে সেলাই কাজের পারিশ্রমিক হিসেবে পাওয়া ৯শ টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন দিয়েছে এক স্বামী। অগ্নিদগ্ধ গৃহবধূ ইসমত আরাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল। এতে ইসমত আরার বুক থেকে নাভি পর্যন্ত অংশ ঝলসে যায়। পরে ইসমত আরা স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসমত আরাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে।

Exit mobile version