Site icon Jamuna Television

অতিরিক্ত দরে পেঁয়াজ বিক্রি, লক্ষ্মীপুরে ৪ দোকানে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পেঁয়াজের আড়ৎসহ ৪ দোকানে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(২ অক্টোবর) দুপুরে শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক রিদোয়ান আরমান শাকিল। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ ও কাঁচা মরিচ ও ফল সমিতির সভাপতি এমরান হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক রিদোয়ান আরমান শাকিল বলেন, প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের পাইকারি মূল্য ৬৮ টাকা ও খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ অতিরিক্ত দরে বিক্রি করছে। এমন অভিযোগে লক্ষ্মীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগে সোনালী স্টোর’র পেঁয়াজের আড়তদার লতিফ মিয়াকে ২৫ হাজার টাকা ও মূল তালিকা না থাকায় সোলেমান স্টোর ও জিয়া স্টোরে নামে দু’টি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাজারে নির্ধারিত মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version