Site icon Jamuna Television

ক্রিকেটার তাইজুলকে ২০০ টাকা জরিমানা

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ। বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে এই জরিমানা করা হয়।

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। এ সময় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামের মাথায় হেলমেট না থাকায় পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তাকে ২০০ টাকা জরিমানা করেন। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে তাইজুল ইসলাম বলেন, তিনি নাটোর শহরের নিজ বাড়ি থেকে নলডাঙ্গায় ঘুরতে যাচ্ছিলেন। ভুলবশত হেলমেটটি বাড়িতে রেখে যান। এ কারণে পুলিশ ২০০ টাকা জরিমানা করেছে।

Exit mobile version