Site icon Jamuna Television

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে দুলাল মিয়া (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী বন্ধুর ছুরিকাঘাতে শাহা মিয়া (৩৫) নামে এক কসাই নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) বিকালে বেলাব বাজারে এ ছুরিকাঘাতের ঘটনার পর ঢাকা মেডিকেল নেয়ার পথে সন্ধ্যায় শাহার মৃত্যু হয়। নিহত শাহা মিয়া বেলাব উপজেলার গাংকুল পাড়া গ্রামের হারিছ ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বেলাব বাজারে শাহা মিয়া গোশত বিক্রি ও তার বন্ধু দুলাল মিয়া মাছের ব্যবসা করে। বিকালে দুজন কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় মাছ ব্যবসায়ী দুলাল তার বন্ধু কসাই শাহাকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় শাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে আটক ও ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তারা দু’জন বন্ধু ও মাদকাসক্ত। তাদের উভয়ের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

মাদক সংক্রান্ত কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Exit mobile version