Site icon Jamuna Television

মধুর ক্যান্টিনে চেয়ার না পেয়ে মেঝেতে বসে ছাত্রদলের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চেয়ার না পেয়ে মেঝেতে বসে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।তাদের অভিযোগ সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিনের খালি চেয়ার টেবিলগুলো দখলে নেয়। সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের সাথে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। তিনি অভিযোগ করেন, ফাঁকা চেয়ার থাকলেও তাতে নেতাকর্মীদের বসতে বাধা দেয় ছাত্রলীগ। এটি সমগ্র বাংলাদেশের রুপক চিত্র বলেও মন্তব্য তার।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রদল উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় তারা ক্যাম্পাসে অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version