Site icon Jamuna Television

বাংলাদেশ ছাড়ছে না সানোফি

আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ থেকে নিজেদের শাখা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছে না । বুধবার (২ অক্টোবর) সানোফির জেনারেল ম্যানেজার রামপ্রসাদ ভাট এমনটাই জানিয়েছেন।

সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় যে, দেশ ছেড়ে চলে যাচ্ছে সানোফি। যা নিছক গুজোব বলে জানান তিনি।

ফরাসি এ প্রতিষ্ঠানটি ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত সানোফি একটি লাভজনক প্রতিষ্ঠান। সানোফি বাংলাদেশ লিমিটেডের মোট শেয়ারের মধ্যে ৪৫.৩৬ শতাংশ মালিকানায় রয়েছে বাংলাদেশ সরকার। বাকি অংশের মালিকানায় রয়েছে সানোফি। ওষুধ উৎপাদন, মজুদ ও সরবরাহে আন্তর্জাতিক মান বজায় রাখে সানোফি । ঢাকার টঙ্গীতে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে।

Exit mobile version