Site icon Jamuna Television

টাঙ্গাইলে পতিতাপল্লীতে আগুন, ৪০ ঘর পুড়ে ছাই

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় পতিতাপল্লীতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওই পল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারী মুক্তি সংঘের নেত্রী মনোয়ারা বেগম জানায়, দুপুরের দিকে পিয়াংকা নামের এক যৌনকর্মীর রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আমাদের প্রায় অর্ধশতাধিক ঘরের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরসহ প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০টির মত ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে যায়।

Exit mobile version