Site icon Jamuna Television

শ্বাসরোধে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়েরকৃত মামলায় শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোঃ জনি (২৭) কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো: মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ:বি: ১১৯ (ক) ধারায় এই রায় ঘোষণা করেন।

আসামি জনি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের মোঃ বকুলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মে সন্ধ্যায় আসামি মোঃ জনি স্ত্রী জোনাকী খাতুন (১৯) কে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন। এতে স্ত্রী রাজি না হওয়ায় আসামি জোনাকীকে নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারালে গলায় ফাঁস দিয়ে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রাখে। এঘটনায় জোনাকীর মা আসমা খাতুন বাদি হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছর ৩১জুলাই আদালতে চার্জশিট দাখিল করে থানা পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি এ্যাড. মেহেদী হাসান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version