Site icon Jamuna Television

জাবি উপাচার্যের বিরুদ্ধে সুনির্দ্দিষ্ট অভিযোগ পায়নি, পেলে তদন্ত : শিক্ষা উপমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে কোন সুনির্দ্দিষ্ট অভিযোগ আসেনি- এমন তথ্য জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে রাজধানীর ব্যানবেইজে সাংবাদিকদের এক কর্মশালা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা জানান।

এসময় শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, অনুমানের ভিত্তিতে তদন্ত হতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দেখার কথা জানান তিনি।

বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম ওই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২২ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েই সংবাদ প্রকাশের আহবান জানান।

Exit mobile version