Site icon Jamuna Television

ইয়াবা মজুদ করায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে পাঁচ হাজার পিচ ইয়াবা মজুদ রাখার অপরাধে সেলিম শেখ ওরফে সোহাগ নামের এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিকী এই রায় দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের পহেলা জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে পাঁচ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে সোহাগকে ১৪ বছর কারাদন্ড দেয় আদালত। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Exit mobile version