Site icon Jamuna Television

পূজায় একসাথে সাকিব-অপু

দুর্গাপূজায় একসঙ্গে পর্দায় দেখা যাবে ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পূজা উপলক্ষে আগামী ৪ অক্টোবর রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে তাদের অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব-অপু অভিনীত এই চলচ্চিত্র। পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ২০১৭ সালের জুনে মুক্তি পেলেও এরপর থেকে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো সিনেমা হলে ‘রাজনীতি’ প্রদর্শিত হয়েছে। এমনকি নতুন ছবি মুক্তি পেলেও তার সঙ্গে চলেছে ‘রাজনীতি’।

প্রতিদিন তিনটি করে শো চলবে। এগুলো হলো বিকাল ৩টা, ৬টা, রাতে পৌনে ৯টা।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ৪ অক্টোবর থেকে ‘রাজনীতি’ চলবে। আমাদের এখন চলচ্চিত্রের বেশ সংকট চলছে। লোকজনকে হলে টানাটাও বেশ মুশকিল হয়ে পড়েছে। তাই চলতি সপ্তাহে ‘রাজনীতি’ দেখানো হবে।

প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

Exit mobile version