Site icon Jamuna Television

জইশ এর হামলার শঙ্কায় ভারতের উত্তর প্রদেশে চূড়ান্ত সতর্কতা

চরমপন্থী সংগঠন জইশ-ই-মোহাম্মদ কর্তৃক হামলার আশঙ্কায় এবার উত্তর ভারতের সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের (গোলাপি সতর্কতা) সতর্কবার্তা জারি করা হয়েছে শ্রীনগর, জম্মু, অবন্তিপুর এবং হিন্ডন বিমানবাহিনী ঘাঁটিতেও। খবর আনন্দবাজার পত্রিকার।

এরআগে দেশটির রাজধানী দিল্লিতে জইশ এর একটি জঙ্গিদল প্রবেশ করেছে বলে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এরপরই রাজধানীজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে রাজ্যটির নিরাপত্তা ব্যবস্থাও।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, জইশ-ই-মোহাম্মদের ১০-১২ জনের একটি দল জম্মু-কাশ্মীরের কোনো বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালাতে পারে।

বৃহস্পতিবার গোয়েন্দারা জানায়, রাজধানী দিল্লিতে ঢুকে পড়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের চার সক্রিয় সদস্য। এ খবর পাওয়ার পরই চূড়ান্ত সতর্কবার্তা জারি করে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন পুলিশ।

Exit mobile version