Site icon Jamuna Television

তেজগাঁও ডিসি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার আনিসুর রহমান এবং তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) ফাতেমা তুজ জোহরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসেব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ জমা দিতে বলা হয়েছে। একইসাথে তাদের হিসাব তলবে করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান এ্বং তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা ও তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

উল্লেখ্য, ফাতেমা তুজ জোহরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

Exit mobile version