Site icon Jamuna Television

শেষ প্রস্তুতি ম্যাচেও ভুটানকে ধরাশায়ী করলো বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বের কাতার ম্যাচের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারালো বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসিন খান।

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে স্বাগতিকরা ভালো সুবিধা নিলেও, এই ম্যাচে দারুণ শুরু করে জামাল ভূইয়ারা। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ২৩ মিনিটে রায়হানের লম্বা থ্রো’তে মাথা ছুইয়ে দলকে এগিয়ে নেন ইয়াসিন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো স্বাগতিকরা। তবে রবিউলের ক্রস থেকে জীবনের হেড খুঁজে পায়নি জালের ঠিকানা। ভুটানও ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে স্বাগতিকদের রক্ষণ ভাঙ্গতে পারেনি সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ অব্যাহত থাকে জামাল ভূইয়াদের। ৬৪ মিনিটে জামাল ভূইয়ার শট ভুটান গোলরক্ষক ফিরিয়ে দিলেও পরের মিনিটে আর সফল হননি তিনি। ডি বক্সের বাইরে থেকে ইব্রাহিমের ক্রসে আবারো লক্ষ্যভেদ করেন ইয়াসিন খান। একই সাথে টানা দুই ম্যাচে র‍্যাঙ্কিংয়ে উপরে থাকা ভুটানকে হারিয়ে নিজেদের সফল প্রস্তুতি শেষ করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছিলো জেমি ডে শিষ্যরা।

Exit mobile version