Site icon Jamuna Television

লাল শাড়িতে অক্ষয় কুমার!

পিছনে দেবি দুর্গার মূর্তি। সামনে দাঁড়িয়ে বলিউড স্টার অক্ষয় কুমার। তবে জিন্স-টিশার্টের বদলে তিনি পরে রয়েছেন লাল রঙের শাড়ি ও কালো রঙের ব্লাউজ। কপালে রয়েছে লাল রঙের বড় টিপ ও দু’হাতে লাল রঙের চুড়ি।

বৃহস্পতিবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ রকম একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার। তারপরই সেই ছবি নিয়ে নেটিজেনদের উন্মাদনা তুঙ্গে। অক্ষয়ের পরবর্তী ছবি ‘লক্ষ্মীবম্ব’। সেই ছবির লুকই তিনি এই পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনলেন। নিজের শাড়ি পরিহিত ছবির পোস্টে অক্ষয় লিখেছেন, ‘নবরাত্রি অন্তরের দেবত্ব ও নিজের অফুরান শক্তিকে প্রণাম জানাই। এই শুভ অনুষ্ঠানে লক্ষ্মী হিসাবে আমার লুক শেয়ার করছি। এই চরিত্রটি নিয়ে আমি একধারে উত্তেজিত ও অন্যদিকে নার্ভাস।’

তামিল ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক ‘লক্ষ্মীবম্ব’। অভিনয় করছেন অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি। ছবিটির পরিচালনা করছেন কাঞ্চনা ছবির পরিচালক রাঘব লরেন্স। ২০২০-র ২২ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

Exit mobile version