Site icon Jamuna Television

পাওনা টাকা চাওয়ায় ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় হাবিবুর রহমান গাজী (২০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত নয়টায় সদর উপজেলার হোসেনপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত হাবিব হোসেনপুর গ্রামের মাঝিপাড়া এলাকার আফতাব উদ্দিন গাজীর ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন আগে ইজিবাইক চালক হাবিবের নিকট থেকে ১ হাজার টাকা ধার নেয় তার প্রতিবেশী নূর ইসলামের ছেলে কামাল মিয়া। বৃহস্পতিবার বিকালে ইজিবাইক চালক হাবিব ইজিবাইকের পার্টস কিনতে পার্শ্ববর্তী রায়পুরার হাসনাবাদ বাজারে যায়। এসময় হাবিব বাজারে কামালকে পেয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চায়। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে হাবিব বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা কামাল ও তার ভাতিজা রবিন চাপাতি দিয়ে হাবিবকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে।

Exit mobile version