Site icon Jamuna Television

ভোলায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেফতার

ভোলায় দেশিয় অস্ত্র ও গুলিসহ মেঘনার কুখ্যাত জলদস্যু বাহিনীর প্রধান জাকির ওরফে ডাকু জাকিরকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার মেঘনা নদীর পার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড জানান, জলদস্যু জাকির বাহিনী দীর্ঘ দিন যাবত মেঘনা নদীতে দস্যুতা পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতাই শুক্রবার ভোর রাতে মেঘনা নদীতে দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন একটি সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম পরানগঞ্জ এলাকার মেঘনা নদীর কিনারে অভিযান চালায়। এ সময় দস্যুবাহিনীর প্রধান জাকিরকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশিয় দুটি আগ্নেয় অস্ত্র ও দুটি কারতুজ উদ্ধার করা হয়। পরে দস্যু জাকিরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version