Site icon Jamuna Television

জন্মদিনে গান্ধীর দেহভস্ম চুরি!

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর দেহভস্মের কিছু অংশ চুরি হয়েছে। বুধবার উত্তর প্রদেশের বাপু ভবন মেমোরিয়াল সেন্টার থেকে তার দেহভস্ম চুরি হয়।

দুস্কৃতিকারীরা ওই ভবনে থাকা গান্ধীর পোস্টারের ওপরে ‘বিশ্বাসঘাতক’ও লিখে রাখে।

কর্তৃপক্ষ জানায়, খুব সকালে ভবনের দরজা খোলা হয়। এসময় দেহভস্মের পাত্রটি না দেখতে পেয়ে পুলিশে জানানো হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে স্থানীয় থানায়।

Exit mobile version