Site icon Jamuna Television

পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পাওনা মাত্র ১ হাজার টাকা চাওয়ায় প্রাণ হারাতে হলো নরসিংদীর এক যুবককে। তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, বেশ কিছুদিন আগে হোসেনপুর গ্রামের ইজিবাইক চালক হাবিবের কাছ থেকে প্রতিবেশি কামাল মিয়া একহাজার টাকা ধার নেয়। বৃহস্পতিবার বিকেলে বাজারে কামালকে পেয়ে টাকা চায় হাবিব। এনিয়ে দু’জনের কথা কাটাকাটিও হয়। তারই জের ধরে বাড়ি ফেরার পথে কামাল ও তার লোকজন হাবিবকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পরিবারের। ঘটনাস্থলেই মারা যায় হাবিব।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

Exit mobile version