Site icon Jamuna Television

কলেজছাত্রী লিজার আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেফতার

রাজশাহীতে কলেজছাত্রী লিজা রহমানের আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, এ ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আরএমপির’র মুখপাত্র।

পরিবারের দাবি, দাম্পত্য কলহের চূড়ান্ত অবনতি হলে, গত ২৮ সেপ্টেম্বর শাহমখদুম থানায় যান লিজা। মামলা করতে ব্যর্থ হয়ে থানা থেকে বের হয়ে কেরোসিন ঢেলে নিজ শরীরে আগুন দেয় সে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান দগ্ধ লিজা।

Exit mobile version