Site icon Jamuna Television

শিশুদের খেলার জন্য কার ফ্রি স্ট্রিট

রাজধানীর খেলাধুলা বঞ্চিত শিশুদের খেলার পরিবেশের স্থান সৃষ্টির জন্য মানিক মিয়া এভিনিউতে কার ফ্রি স্ট্রিটের ব্যবস্থা করা হয়েছে।

আজ ছুটির দিনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই আয়োজন করে। এতে বিভিন্ন বয়সী শিশুরা স্কেটিং, ফুটবল, ক্রিকেট, দাবা, বাস্কেট বল, চিত্রাঙ্কনসহ নানা খেলায় মেতে উঠে। মুলত শিশুদের খেলার জন্য পর্যপ্ত মাঠ না থাকায় সড়কের একটি অংশ বন্ধ করে ব্যতক্রমি এই খেলাধুলার ব্যবস্থা করা হয়। এতে সব শিশুরা স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করে। ব্যতিক্রমি এই আয়োজনে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

Exit mobile version