Site icon Jamuna Television

খালেদা জিয়াকে চিকিৎসকরা বিদেশে নিতে বললে বিবেচনা: ওবায়দুল কাদের

খালেদা জিয়া যদি আদালতে জামিন পান এবং চিকিৎসকরা তাকে বিদেশে যাওয়ায় পরামর্শ দেয় তাহলে তা বিবেচনা করা হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড আছে। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের মতামতের সাথে বিএনপি এমপিদের কথার মিল নেই বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় ওবায়দুল কাদের বলেন, চলমান অভিযান কোন গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়, এটা দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে অভিযান।

Exit mobile version