Site icon Jamuna Television

হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় বিপাকে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভারত সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরাম-IBBF-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া ভাষণে পেঁয়াজ রফতানির ইস্যুটি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশ। এরকম পরিস্থিতি হলে বিষয়টি আগে জানানোর অনুরোধ করেন তিনি। এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শেখ হাসিনা।

স্থানীয় সময় ১১টার দিকে শুরু হয় এই অনুষ্ঠান। দুই দেশের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন এই সম্মেলনে। এসময় এফসিসিআই প্রেসিডেন্ট সন্দিপ সোমানি স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

Exit mobile version