Site icon Jamuna Television

পেঁয়াজ বেশি দরে বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শহরের বিভিন্ন স্থানে পেঁয়াজের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে কি না তা দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এসময় মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত রকিব স্টোরকে ১০ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল স্টোরকে ৩ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ নাগ ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

Exit mobile version